♦♦♦
নির্জনতার মাঝে ছিলো স্রোতের নদী
লখিন্দরের ভাসান ভেলায় উঠতে যদি,
দেখতে পেতে কত মধুর প্রতি প্রহর-
টানেতে আসতো যেতো প্রেমের লহর!
প্রতিটি নদীই মেশে সাগর সীমায়,
তোমার নেশার ঘাটে বজরা থামাই;
বেহুলা আমায় তুমি আঁকড়ে ধরো-
সত্য প্রণাম হৃদয়েতে গ্রহন করো।
নিজেকে রাখবো ধরে আর কত রাত;
একলা বসে দেখবো কত নতুন প্রভাত?
তোমার জন্যই দিশেহারা ও প্রেয়সী,
তোমাতেই আজ অবধি বেঁচে রয়েছি।
♦♦♦