***
সাধ্য থাকতে যদি-
বারেবারে প্রানটারে ঘসি,
সময়ের প্রান্তরে তবে,
ভাগ্য হয়ে ওঠে মসি!
রূপকথার নগরে ঘুরে-
কেবা পারে সত্যকে চিনিতে?
আপনারে খুশি করতে যেয়ে
অন্তর'রে- জড়াই ঋণেতে।
ঠিকানা নেই এখানে কারো,
ছায়াঘেরা যতগুলো বাঁক,-
বিধাতার সন্তর্পণে যেয়ে
নিবীড়তায় স্বপ্নঘেরা থাক।
আমিতো আমার হয়ে উঠি;
দেহটারে করি সচেতন,
সময়ের লেখা- প্রিয় চিঠি,-
প্রত্যেকে প্রত্যেকের আপন।
★★★