_____________________
(১)
উঠছে জেগে সকাল গুলো,
পায়ের পাতায় পথের ধুলো
এবার আর হারতে গেলেও ছাড়বো না!
চুলের আগায় সময় বাঁধা-
আলগোছে হই কৃষ্ণ-রাঁধা,
এবার আর বাঁচার আগে মরবো না!
(২)
দেখা শেষে, কোন আবেশে
ধরা দিলি!
ভালো ছিলো, দুঃখ গুলো
কেড়ে নিলি।
রাতের নেশায়, প্রেমের পেশায়
দক্ষ তুই,
হৃদয় নৃত্যে, সঙ্গী করতে
তোকে ছুঁই!
(৩)
চোখে জ্যোৎস্না,
ঠোঁটে তৃষ্ণা- সামনে মেঘ;
মনে রোদ্দুর,
পেরোয় বহুদুর- দারুণ বেগ।
কন্ঠে জড়তা,
গড়পড়তা- প্রেমের হিসেবে;
নেই চিন্তা,
মধু দিনটা- হঠাৎ শেষ হবে।
(৪)
মধু আসে মধু ছোঁয়-
মায়াঘেরা মৃন্ময়ীর তালে,
সজনী স্মৃতিতে রবে
এবারের রাত্রি পোহালে।
নুপুরের দোলে নাচে
বাহারি অশ্বিনীর জুটি-
তুমি আমি মিলে খাব
আকাশের চাঁদমাখা রুটি।
(৫)
কি জানি কিসের লাগি পিরীতি করে মন,
নিজেই নিজের প্রেমে পড়েছি যখন;
তখন কি আর ভালবাসা মন্দবাসা হয়!
তখন জীবনে শুধু বসন্ত সময়।
_____________________