♦♦♦

রোজ সকালে যে পাখিটা
আমাকে ঘুম ভাঙানি গান শোনাতো,
আজ তার দেখা নেই;
রোজকার মত আজ আর
ঠান্ডা হাওয়ার নাম নেই;
হুট করে কই গেছে সবকিছু...
পরম শূন্যতার মত নিঃস্তব্ধ চারিদিক।

প্রতিটি ভোরে যে শিশিরকণা
আমার আঙিনার ঘাসগুলোকে
ভিজিয়ে দিতো,-
আজ তার বিন্দুমাত্র লেশ নেই।
প্রতিমূহুর্তে নিজের ভেতরে
হারিয়ে যেতে বসেছি;
মনের বদলে একটা
কৃষ্ণগহ্বর তৈরী হয়েছে-
আর ভাললাগার সবকিছুই
হারিয়ে যাচ্ছে পরম শূন্যতায়।

♦♦♦