আমিতো ফুল ছিলাম,
দেহটারে রঙ মাখালাম-
ঘরেতে শালিক বেশে,
ক্ষতিকর ভ্রমর আসে।
স্বপ্ন দেখতে জানি
নিত্য নিয়ম মানি,
সময়ের সূক্ষ্মজালে
নিয়তি প্রকোপ ফেলে।
কেমনে আসল চিনে?
সবেতো মুখোশ কিনে,
ধরে রাখে মুখের পরে-
অর্থ লোভের ঘরে।
মন্ত্রেতে ঠেকাই মাথা
ছুঁড়ে দিই ফুল-পাতা,
বিধিরে যে চিনেছে-
মনের দামে মন কিনেছে।