★★★
সূর্যের আলো পড়তেই,
পুকুরের বুক থেকে একগুচ্ছ বাষ্পকণা
মাটি থেকে আকাশের দিকে পা বাড়ালো;
কিছুদুর এগোতেই,
নদীর বুক থেকে আরেকগুচ্ছ বাষ্পকণা
তাদের চলার সঙ্গী হলো।
আরো কিছুটা পর-
একে একে খাল-বিল আর
সুদূরের সাগর থেকে
কয়েকদল বাষ্প একসাথ হলো।
উড়তে উড়তে বাতাস হালকা হয়ে গেলে
তারা পরস্পরের সাথে
বন্ধুত্ব করা শুরু করলো;
সবাই একসাথ হয়ে-
তাদের সম্পর্কের নাম দিলো "মেঘ"।
এরপর তারা সিদ্ধান্ত নিলো
সারা পৃথিবী ঘুরে দেখবে,
তাই বাতাসের ভাঁজে ভাঁজে
তারা পথ চলতে শুরু করলো।
অনেক ওপর থেকে-
পৃথিবী এক ছবির মতো মনে হয়।
তারা দেখলো
মানুষের বসত বাড়ি,
গাছে গাছে ঘেরা সবুজ অঞ্চল;
মাটির বুক চিরে অসংখ্য নদী
তাদের গন্তব্যের দিকে বয়ে যাচ্ছে।
আরো কিছুদূর এগোতেই
তারা তুষারে ঢাকা
বিশাল পর্বতমালা দেখলো,
অনেক আনন্দ নিয়ে
পাশ দিয়ে উড়ে যাওয়া
পাখিদেরও দেখলো।
তাদের মত আরও অনেক
মেঘদলকে সঙ্গী করে তারা
ছোঁয়াছুঁয়ির খেলায় মেতে উঠলো;
আনন্দকে রঙ দিতে তারা
আলোর চমকানি দেখালো।
অনেক হলো,
এবার ঘরে ফেরার পালা;
পরস্পরকে বিদায় জানিয়ে তারা
পৃথিবীর বুকে-
বিন্দু বিন্দু করে ঝরতে লাগলো।
মেঘদল তাদের উৎসবের স্মৃতি হিসেবে
সূর্যের আলোতে রঙধনু আঁকিয়ে রাখলো।
★★★