***
---
আমি তোমার অপেক্ষায়
অনেক রজনী বসেছিলাম-
নিরুদ্দেশ স্বপ্নযাপন,
প্রতিটা মূহূর্তে তোমার
শূণ্যতা অনুভব করেছি;
তবুও তুমি আসোনি-
আমাকে খুঁজে নিতে,
বিশ্বাস করো, তোমার জন্যই
বাসর সাজিয়ে বসেছিলাম।
অপেক্ষার প্রহর আমার
হৃদয়ে পাথরের বৃষ্টি ছড়িয়েছে,
আমার কোমল হৃদয়-
ক্রমশ আঘাতে আঘাতে
ব্যাথানুভূতি হারিয়ে ফেলেছে।
তাই, আজ তোমাকে বলে দিচ্ছি,
দোষ সব মেনে নিতাম-
যদি তুমি তারা হয়ে খসে পড়তে;
কিন্তু খেলার সময় বোধহয় শেষ হয়েছে,
আমার উপর এখন
শুদ্ধতার বর্ষণ প্রয়োজন;
আজ আর কোনো
ভালবাসা দরকার নেই।
তুমি এসে হৃদয়ে ঝরলে-
সব সব কঠিনতা শেষ হয়ে যেত।
কিন্তু কি আর করার!
আজ আমার আর কোন
ভালোবাসা দরকার নেই-
আজ আমার উপর কিছু
শুদ্ধতা বর্ষণ হোক।
আমি আমার সর্বত্রকে ছুঁতে চাই,
তোমার জন্য আজ আর সময় নেই,
লজ্জা পেলেও কিছু বলবার নেই;
আমি তোমার প্রতীক্ষার থেকে-
আরো বড় জীবনেরর দ্যাখা পেয়ে গ্যেছি।
আজ আর কোন ভালবাসা দরকার নেই।
---
***