♦♣♦
অলৌকিক সিঁড়ি বেয়ে বেয়ে-
আমি কুয়াশা জড়ানো মেঘ পেরিয়ে
তোমার খোঁজে বেরোই।
কান পেতে রাখি,
নিঃস্তব্ধ চারিদিক;
হাত বাড়িয়ে দিই,
কোনো সাড়া নেই-
নীচ থেকে টর্নেডোর মতো
বিষাক্ত কুন্ডলী এগিয়ে আসছে;
ওরে যোগিনী আমার,
তোমার মুগ্ধতার মোহে পড়ে-
আমি দ্বিগ্বিদিক জ্ঞান হারিয়ে
স্বর্গ ও নরকের মাঝে পড়ে আছি।
প্রতীক্ষার প্রহরগুলোতে,
চাঁদের আলোটুকু পর্যন্ত-
আমার জীর্ণ অবয়বে
সুতীক্ষ্ণ পেরেক ঠোকে;
কন্ঠ শুকিয়ে গ্যাছে-
তাই আর তোমাকে
চিৎকার করে ডাকতে পারিনা,
একাকী এ বিশাল পথ
পাড়ি দেওয়া অসাধ্য প্রায়!
তুমি এগিয়ে না এলে,
আমাদের স্বপ্নীল পৃথিবীর রূপকল্প
বাস্তবায়িত হবে না।
♦♣♦