বাগানের এককোণে
জন্মেছিল সে-
তাই কেউ কোনদিন
তার খোঁজ রাখেনি।
বাগানের মালী,
অন্য ফুলগাছ পরিচর্যা করে-
কিন্ত তার দিকে একবারও
চোখ ফেলেনি।
বাগানের কোণে তাই-
একা একা বাড়ছিল সে।
পরিচর্যা না পেলেও
সে বেড়ে উঠেছিল-
পূর্ণ যৌবনার মত।
একদিন তার শাখায় ফুল ধরলো।
বাগানের অন্য ফুলগাছগুলো
তার দিকে তাকালো-
কী সুন্দর সে,
কী সুন্দর তার ফুল।
অন্য ফুলগাছগুলো
অবাক হয়ে দেখলো,
শুধু সে আলাদা
আর তারা সবাই একই।
তারা ভেবে নিয়েছিল-
এই বুঝি তাদের রানী!
একদিন বাগানের মালির চোখে
পড়ল সে-
মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো
কিছুক্ষণ।
তারপর, পরিচর্যার খাতিরে,
বুনো ফুলগাছ বলে
উপড়ে ফেলে দিলো-
সেই সুন্দর ফুলগাছটি।