***

দূর সমুদ্রের দিকে চেয়ে কুয়াশার প্রতিচ্ছবি দেখতে পেলাম;-
শতকের অন্ধকারে দগ্ধ হবার পর তার সেই স্মৃতিহীন বিস্মিত মুখ
নবাগত আলোর সম্মোহনে কেবলই শক্তি হারায়।
জলের স্রোতে তার টান আর বাতাসের মহিমায় মৃন্ময়ীর ছোঁয়া পেতে যেয়ে-
নিরুদ্দেশিত ভাঁটির স্রোত তার কিছু রঙীন স্বপন, তার কিছু সাদামাটা কথন ভুলে গিয়ে-
আদিগন্ত দ্বীপ্তমান সূর্যের পানে চেয়ে ভস্মীভূত হয়।

এরপরই আদিম শিলালিপি ভেঙে যায় সভ্যতার ভারিক্কি আঘাতে।
মন্ত্রপুরাণ পাঠে স্মৃতিদ্ধার হয়না জড়তার।
প্রাচীন আকাশ তার দেহচ্ছিন্ন খানিক টুকরা সময়ের অন্তরালে
বালির স্তব্ধতা যেন হাওয়ায় ঢাকে।
প্রবল ভাঁটির টানে দগ্ধ কুয়াশারাজি মিশে গেছে প্রণম্য জলদ শরীরে।
শুকনো বালিতে আর নগ্ন পায়ের সাথে হলনা সঙ্গম।

***