★★★
একবার মরে যাবার খুব ইচ্ছে হলো;
জীবনের ভার বইতে বইতে ক্লান্ত আমি,
খরস্রোতা এক নদীর পাড়ে
পৃথিবীকে বিদায় জানাতে বসেছিলাম-
কোনকিছু ভাবতে পারছিলাম না
কোনোক্রমেই শান্তি আসছিলো না,
তাই জলের সহায় নিয়ে
মাঝনদীতে ঝাপ দিলাম,
একবার, দু'বার, তিনবার...
অথচ ডুবলাম না;
ওপরে আকাশ নিচে জল
তার মাঝে আমি ভেসে রইলাম।
মৃত্যু আমায় ফিরিয়ে দিলো,
মাঝনদীতে ভাসতে ভাসতে
দুপুর গড়িয়ে সন্ধ্যে হলো।
রাত্তিরে আবার আমার
মরে যাবার খুব ইচ্ছে হলো,
অন্ধকারকে আঁকড়ে ধরে-
পাঁচতলা'র ছাদে উঠলাম;
কোন চিন্তা মাথায় আসছিলো না
কোনভাবেই শঙ্কা কাটছিলো না,
বাতাসের সহায় নিয়ে তাই
ছাদ থেকে লাফ দিলাম।
অনেক উঁচু থেকে পড়তে পড়তে
মাটিতে স্পর্শ হলো-
অথচ মরলাম না;
ওপরে মেঘ নিচে জমিন
তার মাঝে আমি পড়ে রইলাম।
মৃত্যু আমায় ফিরিয়ে দিলো,
ঘাসের উপর থাকতে থাকতে
রাত পেরিয়ে সকাল হলো।
★★★