***
এখন বসন্তবৃষ্টি পরান গহীনে,-
হৃদি ফেলে গুপ্তদৃষ্টি আজ কার পানে,
আজ কার হাতে মাখা কলঙ্কের দাগ;
শরীর রাঙিয়ে যাবে পরশের রাগ।

দুই দিকে, দুই নৌকো- মাঝখানে জল,
বসন্ত রোদ্দুরে করে স্বপ্ন টলমল,-
ভালোবাসার বিধিমালা করে দিয়ে ফিকে-
রঙেতে রাঙাবো আজ প্রিয় বান্ধবীকে!

ইচ্ছেরা রঙ খেলে, আবীরে-আকাশে,
দোল লেগেছে আজ হৃদয়ের পাশে,
জলে-স্থলে-শূণ্যেতে, পিরীতির বোল-
লাগলো যে দোল, আজ লাগলো যে দোল।

এক এক বর্ণগুচ্ছ, এক এক রঙ;
বর্ণালী গায়ে মেখে দৃশ্যপটে সঙ-
ফুলে ফুলে ফুটে থাকে কামসূত্র খেলা
রঙীলা চাঁদের আলো- দোল সন্ধ্যেবেলা।

নৃত্য হবে, গীত হবে- ভুবনভোলাতে,-
আচমকা স্পর্শ হবে, তরঙ্গ দোলাতে,
ভরা পূর্ণিমাতে ভরে সিঁথির সিঁদুর-
রঙের মিলনে আজ- বসন্তমধুর!

যেভাবে জড়িয়ে থাকে অন্ধকারে ছায়া,
সেভাবে রাঙিয়ে যাবে, আঁধারের মায়া;
চিত্রপটে বিল্ব-পুষ্প, হরি হরি বোল-
লাগলো যে দোল, আজ লাগলো যে দোল।
***