♦♦♦

প্রেমেতে নাই বাঁধাধরা-
সাতঘাটেতে ভাসে মড়া,
জলের স্রোতে উজান হইতে চায়;
পুষ্পরেণু প্রেম হইয়া মেশে জোছনায়।

কাহার সাধ্য তারে টানে-
বেহুলারে দেবী মানে,
মাঝনদীতে বাসর করতে চায়;
মড়ার প্রেম স্বপ্ন হইয়া ভাসে জোছনায়।

জাত বেজাতের পিন্ডি হইলো,
জমিনে শুধু দেহ রইলো-
বিজলী ধরে চলে গেল মেঘের গায়;
দুজনার প্রেম সত্যি হইয়া আসে জোছনায়।

♦♦♦