*****
একটা ঘরকে আলোকিত করতে যেয়ে-
ট্যাংস্টেনের বাল্বটা জ্বলতে জ্বলতে
ক্রমশ উজ্জ্বলতা হারিয়ে কালচে হয়ে গেলো।
যৌবন ফুরিয়ে যাবার পর,-
পূর্ণরূপে জ্বলতে তার বড় কষ্ট হয়;
তবুও ঘরের লোকগুলিকে ভালবেসে
নিজেকে নিংড়ে সে-
সবাইকে আলোকিত করে রাখে।
অথচ হাতে দু'টো পয়সা আসামাত্রই
ঘরের বাসিন্দারা,-
রিপ্লেসমেন্ট হিসেবে
নতুন এনার্জি বাল্ব লাগালো।
ট্যাংস্টেনের বাল্বের জায়গা হলো
বাতিল মালের বাক্সে;
তার এতদিনের আত্মত্যাগের কথা
কেউ একবারও স্মরণ করলো না।
*****