চোখগুলিতে মৃত্যুর রঙ মাখানো-
ঠোঁটগুলো জীর্ণ পাতার মত শুকনো;
নির্জন এক পরিত্যক্ত কবরস্থানে,
দুটি মৃত প্রাণ অমাবস্যার অন্ধকারে
তাদের জীবনের হারানো সুর খুঁজতে চায়।
বাতাসের মাঝে তাদের ক্ষীণ কন্ঠস্বর
জীবনের ইতিহাস বর্ণনা করে;
- অনেক সুন্দর ছিলোনা সেইসব দিন?
একে অপরের সাথে কাটতো মধুর সময়।
- ওই স্মৃতিগুলো শুধু বেদনা বাড়ায়।
- বলোনা, আমায় নিয়ে এখনও
স্বপ্ন দ্যাখো কিনা?
- তোমার নামে এখনও আমার
আত্মায় তোলপাড় হয়।
- ঠোঁটে ঠোঁট রেখে
আমরা কতবার পুলকে কেটেঁছি।
কখনো তীব্র নীলাকাশের নীচে
কল্পনায় বুনেছি ছোট এক ঘর।
- আহা! কি সুখের ছিলো মূহুর্তগুলো
আর সাধ ছিলো বাঁচার বিশ্বাসে।
- দ্যাখো, সবকিছু ভেঙে গেলো
এক নিঃশ্বাসে।
রাতের আঁধার শুধু তাদের আলাপ শোনে;
ভোর হতে আসতেই-
দুজনে হারিয়ে যাবার দেশে পা বাড়ায়।