***
কালকের কথা ভেবে কি আর এমন হবে!
তার থেকে এখনকার জীবনে ডুব দিই;
এই সময়ের মত-
সম্ভাবনার আর কোন দিন নেই।

স্বপ্ন আর বাস্তবতার
বিভেদ করতে না পারা প্রানগুলো,
অলৌকিক আগামীর মোহে পড়ে-
আজকের সভ্যতার ভিতরে মরে থাকে!
ঘুমের খাতা জুড়ে,
বাস্তবিক জুজুরভয় নিয়ে
প্রতিটি রাতের ঘুম হারাম করে ফেলে।

আমরা যেরকম আছি-
সেটা যথেষ্ট ভালো এই দিনগুলিতে,
যেখানে কোমল হৃদয়গুলো
প্রতিনিয়ত যুদ্ধের সম্মুখীন হয়;
একটি ভাল কাজ করতে গেলে
সহস্র বাঁধা সামলে চলতে হয়!

তবুও আমি এই
খন্ডিত স্বপ্নের মাঝে বেঁচে থাকতে চাই!
যেখানে স্বপ্নে বেঁচে থাকা আর
দুঃস্বপ্নে জেগে ওঠার মাঝেই
জীবনের দিনলিপি এগোয়।

ভবিষ্যতের জন্য অহেতুক চিন্তায়,
এই দিনগুলো গত হয়ে গেলে-
স্মৃতির পাতায় শুধু ধুলো জমে যাবে;

তার থেকে দিন পার করি, যেমনিভাবে
ফুলেরা উজ্জ্বল সূর্যের দিকে তাকিয়ে-
তার যৌবনের মূহূর্তগুলো পার করে;
পাখিরা কলকাকলীতে
প্রতিটি বিকেল ধন্য করে রাখে;

আমরা যেরকমভাবে বাঁচি,
তার থেকে সুন্দর আর কোন পথ নেই।
***