একটি একঘেয়ে একাকী দীর্ঘপথ-
বসন্তের লিলুয়া বাতাস, কোকিলের চপল-চঞ্চল সুর
হঠাৎ ভালোলাগায় উচ্চভিলাসী পথিক।
শীত সকালের মিষ্টিরৌদ্র
অথবা বর্ষার ঝুমবৃষ্টিতে-
একেবারে মাখামাখি। ইত্যবসরে আবেগীনকশীকাঁথা বোনা!

অতঃপর, একটি জ্যোৎস্নাস্নাত মিষ্টি সন্ধ্যেয়-
অকস্মাৎ, বিনা নোটিশে
সাত নম্বর বিপদ সংকেত!
আপন এলাকা, নিজের ঘর, ভালোলাগা ছেড়ে
অন্য কোথাও চলে যাওয়ার নির্দেশ, এক্ষুণি!

সেই তুমি-
মনের কোণে মেঘ দেখে যদি প্রশ্ন করো –
                          “তুমি কি রাগ ক'রেছো?”
ভাবনা,
         'কষ্ট' আর 'রাগ' এক নয়, জেনো!