অভিমানের বারুদে আগুন লেগেছে
জ্বলছে শব-
মন অঙ্গার হয়ে উড়ে গেছে সেই কবে, অজানায়;
লালে লাল চতুর্পাশ
তবুও ঘুরছি একই কেন্দ্রে...
প্রেম-ভালোবাসার ভারকেন্দ্র আমার পরিবর্তন হয়নি
শুধুই স্থান-কাল ও আবেগের রং পাল্টিয়েছে মাত্র!
আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু সেই তোমরা'ই
যারা আমাকে সহ্য করো, যারা আমাকে একটু ভালোবাসো
ব্যথা দাও, ব্যথা দাও বারবার!
যাদের মন সতত সত্য, শাশ্বত, সুন্দর, অবিচল
যারা পানার মতো ভেসে যাওয়া স্রোতেও-
ধ্বংসের বিপরীতে আমাকে আঁকড়ে থাকো, অকারনে'ই ভালোবাসো!
যদি কখনো অনুভব হয় তীব্র হৃদ-কম্পন
হয়েযায় হৃদয় ভেঙ্গে খানখান!
হৃদয়ের উঁচু-নিচু খাদ, পরিবর্তিত বিন্যাস দেখে শংকিত হই; তবুও খুঁজে ফিরে নিশ্চিত হই-
আমার ভালোবাসার ভারকেন্দ্র পরিবর্তন হয়নি
সে ক্ষমতা ঈশ্বর আমায় দেননি;
অভিমান করার অপরিসীম ক্ষমতা নিয়ে
জ্বলেপুড়ে শুদ্ধ হয়ে
প্রতিক্ষায় থাকি- নিখাদ ভালবাসবো বলে,
একটু ভালোবাসা পাবো বলে!