দৃশ্যত যতোটা কঠিন, তার থেকেও বেশি কঠিন
বৃষ্টির ফোটার মতো কঠিন, অশ্রুজলের মতো কঠিন
এই জীবন, জীবনের এই হিসেব-নিকেশ!
আদর্শ বিনিময় মাধ্যম নেই, নেই পরিমাপের একক
মুহূর্তের অবুঝ ভাবনাগুলো কখনো-
ক্রমাগত ছিন্নভিন্ন করে অনুভূতির পথ
প্রশ্নবানে বিদ্ধ হয় নিরুত্তর-অথর্ব-নিষ্প্রান সৃষ্টিকর্তা!
দৃশ্যত যতোটা কঠিন, তার থেকেও বেশি কঠিন
প্রিয়জনের সরব প্রতিবাদ-
অথবা অভিমানী পিনপতন নীরবতা!
শীততাপ বদ্ধ প্রকোষ্ঠ ছেড়ে মুক্ত বাতাসে-
হাফ ছেড়ে বাঁচতে চায় হৃদয়
হাসি মুখে মেনে নেয় সবচেয়ে কষ্টকর বিচ্ছেদ!
দৃশ্যত যতোটা কঠিন, তার থেকেও বেশি কঠিন
এই জীবন, জীবনের এই হিসেব-নিকেশ!