ভালোবাসা'র স্বীকৃতির কী প্রয়োজন?
যখন, বর্ধিত দূরত্বের ব্যস্তানুপাতে দু'টো হৃদয় আরোও কাছে আসে!
ভালোবাসা'র স্বীকৃতির কী প্রয়োজন বলো?
যদি, অভিমানের একটি সকাল
কাতর হয়ে ডাকে।
যুগপৎ খেয়ালে জন্ম, অবাধ্য অনুভূতিগুলো
আবেগের যৌথ মাঠে এসে লুকোচুরি খেলা করে;
নিদ্রাহীন রাত্রে অথবা অস্থির বিকেলে
মনের সংকুচিত গহ্বরে-
মাধুকরী হয়ে ভালোবাসা'র খোঁজাখুঁজি চলে।
ভালোবাসা'র স্বীকৃতির কী প্রয়োজন, বলো?
যখন, মুখে ভালোবাসিনা বলে
অন্তরে ভালোবাসার প্রবল আকুতি
"ভালোবাসা চাই" বলে হাহাকার; আর-
"ভালোবাসতে চাই" বলে, ভালোবাসা'র সুযোগ বিনে-
হৃদয় ভারী হয়ে যায়!
ভালোবাসা মানে নয় কী তবে-
অভিমানের পারদে চেপে
বাড়িয়ে যাওয়া দূরত্বকে, অশ্রুজলে শূন্যে নিয়ে আসা?
এক উঠোনে নিত্য-নতুন স্বপ্ন-চাষী হওয়া!