মন আমার পাহাড়ী নদী-
প্রেমিকার তির্যক চাহনি কিম্বা উত্তাল হাসি
মনের দেয়ালে আছড়ে পড়ে, ক্ষণিক বিভ্রান্ত হই।
প্লাবিত মন প্লাইসটোসিন যুগে এসে-
আরও দৃঢ় হয়।
লাভ-ক্ষতির সূক্ষ্ম হিসেবে মন টলে না;
শুধুই ভালোবাসার বিভ্রান্তিতে-
জোয়ার-ভাটায় প্রভাবিত হয়, আমার ফাগুন অথবা বসন্ত!
প্রয়োজনে পাথুরে শুকনো নদী হবো-
আবহাওয়ার পূর্বভাস এবার বন্ধ হোক।
সময়ে এ-পথে, বাঁধভাঙ্গা ভালোবাসায় ভিজে যাবে
নতুবা, অসময়ে পাথরে হোঁচট খাবে।
অপরিবর্তিত অবয়বেও, অসীম ব্যথায় কাতরাবে!
যদিওবা কখনো, ছদ্মবেশে-
বৃষ্টি হয়ে ঝড়ো
উতপ্ত পাথরে বাষ্প হয়ে
আপেক্ষিকতার বৃত্ত ঘুরে
মুখোমুখি বাস্তবতায়, তোমার- মুখ ও মুখোশ
প্রেম আর ছলনা!