যৌবন আসে-
কল্পনার রঙ নিয়ে, বৈচিত্রপূর্ণ সে রঙ;
রঙতুলি হয়ে ওঠে বেপরোয়া
স্বপ্নরা হয়ে যায় ভাবপ্রবণ, ময়ূর
মেলে ধরে বর্ণিল পেখম।
ভালোবাসার বুদবুদ খেলা করে
বিমূর্ত স্কেচে ভরে ওঠে বিশালাকার ক্যানভাস
সাদাকালো বা রঙিন ফিল্ম থেকে
অথবা সাহিত্যের পাতা হতে
কখনো রূপকথা বা প্রচলিত মিথ থেকে
হৃদয়ের আঙিনায় নেমে আসে অপ্সরী!
রুপের পসরা সাজিয়ে সারাদেহে-
উহ্! কী খাড়া নাক, ঘনকালো এক পিঠ চুল-
উদ্ধৃতবক্ষ অথবা মায়াভরা টানটান চোখ!
কখনো বা প্রাকৃতিক-
অসাধারণ সাধারণত্বে!
অবশেষে মাস-বছর পেরিয়ে সমাগত-
ক্রান্তিকাল, মুখোমুখি আবেগ আর বাস্তবতা!
কল্পলোকের স্কেচ, শত আহ্বানে-
যুবকের পাশে আর হাটে না! না মেলে-
লাভ-লস ও ভালোবাসার জাবেদা!
খোলা চোখের অপচয়ে পড়ে-
লাখ কোটি যুবকের অকৃত্রিম প্রেম
আর স্বপ্ন!
তাই বলে কী একেবারে মুল্যহীন-
এই মায়ার জগত!