কোটি কোটি নির্বাক চোখ জেগে রয়
গুটিকতক হিংস্র দাঁতাল অসভ্য
খুবলে খায় একটি সভ্যতা!
অথচ, একটি ভাষার জন্য
একটিমাত্র দেশের জন্য
লক্ষ লক্ষ আত্নত্যাগের জ্বলজ্বলে ইতিহাস বিদ্রুপ করে!
খুন, ধর্ষন, লাল ফিতার দৌরাত্মকে পাশকাটিয়ে -
মানবতা দুর্গন্ধ ছড়ায় ধর্মের ভেদে;
ফ্রেম্রে সাজানো নীতি-নৈতিকতার প্রলাপাসক্ত জাতি,
বধির প্রায়!
অবশিষ্ট বোধ নিয়ে অসহায় কিছু মুখ, প্রতীক্ষায়-
কবে আসবে বিদ্রোহী একটি মিছিল?
কোটি নির্বাক চোখকে চমকিত করে
একটি তর্জনী উঁচিয়ে বলবে-
মানবতাই হবে রাষ্ট্রের একমাত্র পাঠ
অন্তিম লক্ষ্য!