আমি না বৃদ্ধ, না যুবক
আমি জীবনের উপাসক।
এই বেঁচে থাকা, বড় হওয়ার জন্য নয়,
নয় মৃত্যুর প্রতীক্ষায়
প্রতিক্ষণে ঋদ্ধ হই নিত্য নতুন অভিজ্ঞতায়।
সে কী কৌতূহল! প্রতিটি মুহূর্ত নিয়ে!
তোমরা যারা ভাবো-
আমরা সুখের জন্য বাঁচি, সুখের আশায় বাঁচি
কিন্তু সুখ কী! কেউ বলতে পারো?
সুখ কি আপেক্ষিক নয়!
কী রাজপ্রাসাদে, কী ফুটপাতে-
কে সুখি, কে দুখি
কে না চায় বাঁচতে, বলো?
বেঁচে থাকার ইচ্ছে বলতে-
জীবন নিয়ে অসম্ভব কৌতূহল বুঝি।
জীবন বলতে নিত্য-নতুন অভিজ্ঞতা বুঝি
যার যৌবন নেই, বার্ধক্য নেই!