হাতের কড়া নয়, নয় শুধুই গলার বেড়ি --
অথবা যুক্তিতে মুক্তি !
পরিবর্তিত টাইম-স্পেইসে
সেকেন্ড আদর্শ মানের চেয়েও দ্রুতবেগে --
সৃষ্ট স্বপ্নের বৈধতা প্রশ্নে
দ্বিধান্বিত অংশীদারি মন।
অযাচিত ভাগাভাগিতে সম্ভাবনাময় 'স্বপ্ন'!
তেষ্টা মেটানোর 'জল' হয়ে যায় --
কারোও জন্য জীবনরক্ষী 'অক্সিজেন'
অথবা জীবন বিধ্বংসী ভয়ংকর 'হাইড্রোজেন বোমা' !
অপ্রত্যাশিত আঘাতে স্তব্ধ হয়ে যায় --
একজন প্রতিশ্রুতিশীল স্বপ্নবাজ !
সভ্যহীন শোকমঞ্চে চলে শোকের মাতম
কান্নার অবকাশ নেই
তবুও মনের গহীনে কষ্টদের পদভারে
চলমান তাজিয়া মিছিল
পরবশ কম্পনে, নিশ্চিত ধংসের পথে ;
ধ্বংসের সংজ্ঞায় – মুক্তি !