আমি সূর্যকে বলেছিলাম- আমি তোমাকে চাই
আমার ভালোলাগে মিষ্টি সকাল, গোধূলি বিকেল
কর্মব্যস্ত সভ্যতার সংগ্রাম।

চন্দ্রকে বলেছিলাম- আমি তোমাকে চাই
আমার ভালোলাগে ভরা পূর্নিমার-
আকাশ ভরা তারার মেলা।
ভালোলাগে তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে
ফুঁসে ওঠা সমুদ্রের ভয়ংকর খেলা!

আমি চন্দ্রকে চেয়েছি। আমি সূর্যকে চেয়েছি।
সূর্যগ্রহনের দিন স্বাক্ষী, অমাবস্যার রাত্র সাক্ষী
কষ্টে মুচড়ে যাওয়া পাঁজর
                          আর কান্না ভেজা দু'চোখ সাক্ষী
সূর্যোজ্জ্বল দিন আর চন্দ্রপ্রভা রাত্রি-
আমি প্রত্যেককে চেয়েছি, একই ভালোলাগার মঞ্চে।

কিন্তু,
সূর্যের অহংকার আর চন্দ্রের অতি-নির্ভরশীলতা
সময়ের মঞ্চে তাদের বৈপরিত্যে ঠেলেছে, সর্বদা'ই!
চন্দ্রভূক অমাবস্যা ও সূর্যগ্রহণ আমাকে বারংবার হতাশাগ্রস্ত করেছে।
কেউ আমার জীবনে স্থায়ী হয়নি,
                                    কোন প্রতিশ্রুতিও দেয়নি
কেউ এসেছে, আর কেউ গিয়েছে।
ভালোবাসার চিরস্থায়ী বন্দোবস্ত কারো সাথে, কখন'ই করা হয়ে ওঠেনি।

আদতে, ভালোবাসার চিরস্থায়ী বন্দোবস্ত হয়ও না!