আমি একা হয়ে যেতে চাই
প্রাণহীন লোকালয়, ব্যস্ত নগরী
এমনকি, জৌলুসপূর্ণ যান্ত্রিক কনসার্ট হতে!
আমি একা হয়ে যেতে চাই
বন্ধুদের আড্ডা, ছেলেবেলার আবেগী স্মৃতিচারণ
এমনকি, ধর্মকথার গুরুগম্ভীর আলোচনা হতে!
আমি একা হয়ে যেতে চাই
রাজনীতির ময়দান, দেশপ্রেমের টকশো
এমনকি, জাঁকজমকপূর্ণ জাতীয় উৎসব হতে!
আমি একা হয়ে যেতে চাই
সাংস্কৃতিক সম্মেলন, পারিবারিক উৎসব
এমনকি, নীতিকথার দীর্ঘ আলোচনা হতে!
মূকাভিনয়, ধর্মেরভেদ
চেতনার ব্যবসা কিম্বা ভালোবাসার অভিনয়ে
আমি স্বস্তি পাই না।
তীব্র লোকালয়েও নিজেকে বড্ড একাএকা লাগে
হাসির কলরবেও নিজেকে নিষ্প্রাণ, নিস্তেজ লাগে।
নিজেই নিজেকে সময় দেয়াটা-
খুব জরুরি হয়ে পড়েছে, এখন।
নিজের চেয়ে বড়, নিখাদ বন্ধু আর কেউ নেই-
কেউ হয় না!