মূর্তরূপে সুন্দরের সৃজন
সুচারুভাবে গড়েছেন যিনি।
নিপুণ হস্তের কর্ম দক্ষতায়
সৃজন করেছেেনই তিনি।
প্রাণহীন পুত্তলির দেহের ছায়া,
টুকরো পাথরের সাজানো তনু।
দন্ডায়মান, নিথর কায়া।
অপলকের দীর্ঘদৃষ্টি, প্রাণহীন মূতি।
শাণিত চাহনির না বলা কথা,
এ কেমন আকৃতি।
রচনাকাল: ০১/০৭/২০ইং
দুপুর: ১১:২০ মিনিট