তব দর্শনের অভিলাষে মেঠো পথে
শূন্য চরণে দাঁড়িয়ে একলা।
মন খুলে মুক্ত অলকে আঁখি যে চঞ্চল,
কথা দিয়ে বন্ধু তুমি কই গেলা?

অজানা কত নিদারুণ যন্ত্রণা
ভিড়ে বুকের কোণে?
অবুঝ বালিকা ছুটে ফিরে খোঁজে
মনে শত বেদনা বুনে?

কেন এসেছিলে মোর পরানে
কেমনে যে নিলে ঠাঁই?
রঙ্গিন স্বপ্ন হৃদয়ে জাগিয়ে
এখন তোমার দেখা নাই।

তিক্ততায় ভরে গেছে মম
অন্তরের আঙ্গিনা।
ব্যর্থ করেছো সমগ্র জীবন
শুনেও কিছু বললেনা।

তব প্রেমে অন্ধ, মনের আলো
নিভে হয়েছি সর্বশান্ত।
তোমাতে ছাড়া কিছুই দেখিনা
হৃদয় হয়না যেন ক্ষান্ত।

চলে গেলে আর এলে না প্রিয়,
কাঁদি হৃদয় দহনে।
কত আশা নিয়ে দাঁড়িয়ে থাকি
তব পথপানে ?







রচনাকালঃ ২৭/১০/২১ইং
দুপুর: ১২.৩৭ মিনিট