ঘোর রাজত্ব পরিগ্রহ করে
অহং পাপে যুক্ত।
চপলতায় ভরা মনের প্রাচীরে
শুধু হই বিরক্ত।
সমাদৃত মম কার্যে আমি
যবে হই ক্রুদ্ধ।
ভীতি ব্যাপ্ত লোক সমাজ
সবে মোর বাধ্য।
প্রভুত্ব কামনায় অন্ধ হয়ে
শাসনের নামে আসন।
মানব বিরোধী অত্যাচার-হত্যায়
জীবনে করেছি ধারণ।
অমানিশির ঘোর তমসার ন্যায়
কালো অগ্নির দহনে,
নষ্ট হয়েছি ইষ্ট ত্যাগের ফলে
নৈরাজ্য ভরা পরানে।
অবলীলায় হেঁটে ফিরেছি
শাপ নিয়ে কপালে!
দিনে দিনে বাড়ছে বোঝা
তলিয়ে গেছি অতলে।
পাপ লয়ে, জীবনের শেষ বেলায়
গন্তব্য খুঁজি সাধনের।
দু’হাত তুলে কেঁদে বলি প্রভু !
উদ্ধার করো অধমের।
রচনাকালঃ ০৭/১১/২১ইং
সকাল: ১০.৪৮ মিনিট