তব কায়ার গন্ধ বুঝতে পারি
যেন বহুদূর হতে।
তবে কি তুমি মোর তনুর পাশে
এলে গো মম মতে?
মোরে ভ্রমের ঘোরে রেখোনা প্রিয়ে,
রবো তব অন্তরেরও মাঝে।
কথা দিয়ে এলেনা কেন?
নির্জন সরোবরে প্রণয় রাঙ্গানো সাঁঝে।
একি অদ্ভুত মায়ায় রচালে
সন্নিকটে আবার দূরে।
কল্পিত কায়া নাকি জল্পনার ছবি
ভ্রষ্ট হচ্ছি ঘোরে।
তোমায় নিয়ে স্বপ্নের জাল বুনেছি
প্রণয় মন্ত্র মিলে।
ওহে প্রিয়ে এসো পরানের আঁচে
উঁকি যখন দিলে।
মন আবিষ্ট তব গীতে কুসুম কলির বাঁকে,
শুনে হয়েছি মুগ্ধ।
খুঁজে মরি হেথায়-সেথায় পাইনি এসে,
শুধু বুঝি তব কায়ার গন্ধ।
রচনাকালঃ ১৫/০৮/১৫ইং