মানুষ গড়ার কারিগর তারা, জ্ঞানের প্রতীক।
সমাজ গড়ে উন্নতির তরে তারাই পথিকৃৎ।

জীবনকে নিয়ে যায় আলোর পথে।
উন্নত মানুষ জ্ঞানী মানুষ তারাই বটে।

জ্ঞানের মশাল তুলে, জাতির বাড়ায় সম্মান।
অনড় প্রচেষ্টায় এদের অনেক অবদান।

মৌলিক চিন্তায় স্বতন্ত্র তারা জ্ঞানের আলোকে।
অমোঘ তাদের কর্মধারা প্রতিভা ভরা বুকে।

সঠিক দিকের পথপ্রদর্শক, অন্ধকার দূর করে।
উদ্ভাসিত করে কিরণমালায় সত্যের সম্ভারে।

জীবনকে যেন তুলে ধরে জ্ঞান বিকাশে।
সুপ্ত প্রতিভা জাগ্রত করে স্নেহের পরশে

শ্রদ্ধায় লুটিয়ে গুরুর চরণরেণু শিরে করি ধারণ।
জ্ঞানের প্রতিমূর্তি শিক্ষাগুরুর ছবি হৃদয়ে রাখা যতন।

জীবন গড়ার মূলমন্ত্র দানে, অমোঘ শিক্ষাই অম্লান।
উঁচু মর্যাদায় আসনে বসিয়ে বাড়াবো তাদের মান।




উৎসর্গঃ শ্রদ্ধেয় জাহিদ স্যারকে
রচনাকালঃ ০২/০৬/২১ইং
বিকাল: ০৪.৩৫ মিনিট
বাঘড়া, শ্রীনগর,মুন্সীগঞ্জ ।