যতনে রেখেছি আমি স্মৃতি তোমার।
অ্যালবামের কত ছবি দেখি বারবার?
কথা দিয়েছিলে তুমি হাত জড়ায়ে।
কভু নাহি দূরে যাবে রবে হৃদয়ে।
কত বসন্ত এলো গেলো কোকিল ডেকে যায়?
আজও আছি আমি, তোমার আশায়।
প্রিয়ে, তোমার কি মনে পড়ে না ?
ঐ রৌদ্রদীপ্ত আকাশও তলে।
বটবৃক্ষের নিবির ছায়ায়,
মোর ধরেছিলে গলে।
বলেছিলে কিছু কথা চোখে চোখ রেখে।
হৃদয়ে ছিল গহীন আবেশ,
প্রণয় অঞ্জন মেখে।
এই শোন না, তোমার চেতনায় কি আজও আসি ?
মনকে দেই নাড়া।
কেন দাও না সাড়া ওগো?
কেন দাও না সাড়া?
তোমার ভুবন ভুলানো হাসি আজও,
ভাসে চোখের তাঁরায়।
কত কথায়, কত প্রতিশ্রুতিতে
রেখেছো আমার জড়ায়?
এখন কেন দূরে তুমি?
তব হৃদয়ের দ্বার রুদ্ধ করালে।
সবি কি তোমার মোহ ছিল?
হয়তো, ভ্রমের জাল সরালে।
এত বুঝালাম তবু বুঝলেনা,
আমি হয়েছি ব্যর্থ।
তোমাতে তুমি ঠিকই রয়েছ।
সবটাই, তোমার স্বার্থ।
রচনাকাল: ১৩/০৭/২০ইং
সকাল: ০৮.৫৮ মিনিট