ছোট বলে করোনা হেলা
ওরাও বড় হবে।
পৃথ্বীর বুকে উঁচু শিরে
সম্মান বাড়াবে।
ক্রোধের বশে মিছে মিছে,
র্দুবাক্য বলোনা ওদের।
সেও মানুষ, হয়তো ছোট মানুষ,
অল্প জ্ঞান বোধের।
সিক্ত নয়নে বারি ঝরাবে দুঃখে,
হয়তো কাউকে বলবেনা।
অপমান-অপদস্থতা করা
বড়দের শোভা পায়না।
ভুল করলে বুঝাও বসে
তাচ্ছিল্য করোনা।
প্রীতবাক্যে ডেকে বলো
এমনটি আর করোনা।
স্বপ্ন আঁকে বিবিধ ওরা
সেগুলোর মূল্য খুঁজে।
অনাদরে-অবহেলায় ভেঙ্গোনা আশা
ওদের মূল্য বুঝে।
বিবর্ণ মুখে হেঁটে চলে
উদ্বিগ্ন, উন্মনা হৃদয়।
অযতনে চোখের বারি ঝরে
বঞ্চনা কত যে সয় ?
বিচলিত মনে প্রশ্ন করে
বিস্ময় চোখ লয়ে।
উচ্চস্বরে বলোনা কভু
বুঝাবে নির্ভয়ে।
বলিষ্ঠ কন্ঠে বলবে ওরা একদিন,
সম্মানের দাবীদার আমরাও।
আদর পেলে ছিনিয়ে আনবো,
শ্রেষ্ঠত্বের স্বীকৃতি সম্মানও।
----------------------------
তারিখঃ ০৭/০৫/২১ইং
রাত: ১১.৪০ মিনিট