অগ্নিজ্বালা অন্ধকারে বসে নির্জনে,
নিগূঢ় পলকে হেরি স্তব্দ সময়েও সনে।

থোকা থোকা জোনাক জ্বলে প্রশান্ত চিত্তে,
বাঁশ বাগানে চাঁদের হাসি অনবদ্য বৃত্তে।

পক্ষী-পেঁচা কোন্দল শুধায় বাগানের অন্তরায় ।
সুবাস ছড়ায় বাহারি পুষ্প পাপড়ির শোভায়।

স্নিগ্ধ সিক্ত সন্ধ্যাবেলায় নিঝুম নিরালায়।
বয়ে তরী অবলোকন করি উজ্জ্বল তারকায়।

শীতল সমীরণ বয়ে যায় পূর্ণ কান্তির সীমায়।
জলে কলসি চলে নারী অবগুন্ঠন অম্বরও নীলিমায়।








রচনাকালঃ ০৯/০৩/০৯ইং