ধন্য আমি ধন্য শুধু তোমারই জন্য
তব গহীন প্রণয় অভিলাষে।
ইচ্ছাকরি তব প্রণয়ের
জাদুর ছোঁয়া পেতে।

অগোচরে এসে দাঁড়াও
মনের জানালায়।
শুভ্র মন মরুতে উত্থিল তরুর ন্যায়,
পাই তব পরিচয়।

বাঞ্ছাকরি কল্প কায়ার মূতি প্রতীমা,
হয়তো প্রচ্ছন্ন ভাবনা।
তব নৈকট্য কি পাব না ?
জানি না, তা জানি না।

তোমার আসার সরণি মাঝে
জানাই আকুতি।
তুমিই সেই কল্প কায়া
তোমায়, প্রেমে দেব স্বীকৃতি।






তারিখঃ ১২/০১/২০২০ইং
রাত: ০৯:২৪ মিনিট