মোদের সুখের আলয় হতে;  
আমি হয়েছি বিদূরিত।
শূন্য মনে শূন্য চরণে,
একাকী চলার পথে কেঁদেছি অবিরত।
অতি অল্প সময়ে দর্শন করেছি,
কত রঙ্গের মানুষ?
অনুভব করি আরও অনেক সত্য;
তাতেই হয়েছে হুঁশ।
সবার নিকট অপরাধী আমি;
স্বীকার করি মস্তক নুয়ায়ে।
মূর্খ আমি উচ্ছিষ্ট আমি
সবার হৃদয়ে।
বিধির নিকট এই আকুতি
মুক্ত করো ঋণ।
ক্ষণিকের তরেও কাছে ডেকে নেবে কিনা ?
চাই শুধু একদিন।





রচনাকালঃ ১১/০৬/২০ইং
সকাল: ০৯:১০ মিনিট