বহুল আলোচিত ব্যক্তিত্ব সদৃশ শোষকরা ধূর্তমান।
অচ্যুত স্বীয় পদাঙ্ক হতে দেখায় ক্ষমতা আর মান।

চলমান কত নীতি বিরুদ্ধ কর্ম অচিরেই ঘটান?
বঞ্চিত শত আবাল-বনিতা-বৃদ্ধ অন্নবিনে মরে প্রাণ।

ধাবমান যত অরুচিজাত যেন যাতনা বিদ্যমান।
ওদের নেই বিন্দুও মাত্র মান ওরা ভীষণ শয়তান।

শুধু করে অপমান উচাটন, শান দম্ভে বলীয়ান।
ঊর্ধ্ব শিরে মৃত্তি ছোঁয়ায় না,  যদি হারায় মিথ্যা সম্মান।

হে তারুণ্য সংঘ, তোমাদের নেই কি ছন্দ সত্য তুলে ধরার?
অসহায়ত্ত্বের সুযোগে লুটলো সব গরীবের মুখের খাবার।

আলোচনা-সমালোচনার সভা অনেক হয়েছে দেখা।
ঊর্ধ্ব কন্ঠে যদি সবে বলি মিলে, ঘুচবে দৈন্যের রেখা।

রুখে দাঁড়িয়ে উৎকর্ষতা সৃজনে শৈলীময় স্বনাম।
সমাজ বদলের কারনই হউক শ্রেষ্ঠ শিরোনাম।










রচনাকালঃ ০৬/০১/২৫ইং