অপারগ জেনেও বাক্যবিন্যাশে ত্রুটি-বিচ্যুতির সমতা।
মতানৈক্যের প্রভেদ জেনেও বালবুদ্ধির ন্যায় উগ্রতা।

কুশল মতি তিনি অতি চাতুর্য্যে স্বীয় মন্ত্রণার অনাটন।
শীর্ণ মল্লারে রাত্রির সমাগমে অবাধ্য মুক্ত বাক্যের বল্টন।

বিমূঢ় চিত্তে প্রার্চুযের ছোঁয়া শোভিত হৃদয়ের বিন্যাশ।
অভিজ্ঞ সেজে রইলে সুদূরী নিষ্পন্ন করলেনা সকাশ।

জিজ্ঞাসিলে বাক-বিতন্ডায় তর্ক সাধিলে হেথায়।
প্রশ্ন সাজিয়ে উল্টো প্রতিপন্ন সরে গেলে অন্যথায়।

ভ্রান্তধারণা মনের কোণে পোষণ করে কদাকার।
জ্ঞানশূণ্য অন্তঃকরণ, অহং দেখায় আবার।

বিহ্বল স্বীয় বরণে দৃঢ় দুর্বোধ্য শব্দের বাহার।
জবাব ভ্রমিতো দুরূহ মার্গের হাস্যত্মক সমাহার।

অভিব্যক্তি যেন সে কি আহ্লাদে আটখানা?
বিরক্তিকর শ্রুতিগোচর কথা বলতে করি মানা।

স্বভাবসুলভ অতিশয় পান্ডিত্যের প্রলাপ মুখে।
বলে ফিরে সে সব জানে, অমেয় অহং তার কে রুখে?









রচনাকালঃ ২৪/১২/২৪ইং