মম হৃদয়ের প্রণয় মূর্তি সখি যবে সম্মুখে দাঁড়ালে।
লাজুক আঁখিতে দৃষ্টির সীমানায় আমায় জড়ালে।

অকন্ঠে কহিলা কথা, ডাক ইশারায়।
লন্ঠন লয়ে বলি এখন যাও আলয়ে, দেখা হবে সন্ধ্যায়।

প্রহর কেটেছে কত প্রণয়ে নিশিত রাতে?
ধুকধুক কম্পমান হৃদয়ের, ভয় জড়ায়ে!

এমন করে কেটেছে প্রহর কত নিরালায়?
ছলছল চোখের জল যাবার বেলায়।

প্রতিজ্ঞা ছিল প্রগাঢ় প্রণয়ে, রব আর্কীন বন্ধনে।
কভু নাহি ভেঙ্গে যাব ঝড়ের সন্ধিক্ষনে।

সিক্ত আঁখির রিক্ত চাহনিতে শ্রাবণ জড়ায়ে।
কহ না প্রিয় দূর হবে না, কখনো দিওনা সরায়ে।

প্রণয় অভিলাষ, তুমি হবে মম পত্নী।
প্রেমের বন্ধনে রব দুহা,ওহে মন হরনী।

কত বেলায় করেছি মোরা, মান-অভিমান?
ক্ষণকালও রহেনি তা, রাগ সরায়ে প্রণয়ে করেছি স্নান।

ভালবেসে ঘর বেঁধেছি, দুজনে-দুজনার সঙ্গিনী।
আমি তব হৃদয় সাধক, তুমি মম সহধর্মিনী।








রচনাকালঃ ২৮/০৮/২০ইং
সন্ধ্যাঃ ০৭:৪০ মিনিট