শপথ করেছি পিছু হটবোনা বিপত্তি আসলে।
রুখে দাঁড়িয়ে প্রতিহত করবো বাহুর বলে।
কারারুদ্ধের ভীতি দেখিয়ে কোন লাভ হবেনা?
আমরা এতজন দামাল ছেলে ক্ষান্ত হবোনা।
দেশের তরে প্রাণের মায়া কভু করবো না।
আমরাই তো জাতির জীবন সংগ্রাম ছাড়বো না।
বদ্ধ ঘরে আর রইবোনা মুক্ত আমরা সকল।
দেশ মাতৃকার মৃত্তিকণা মোদের সম্বল।
শোন হে দেশবাসী,জাগ্রত হও উদ্দত হও ঊর্ধ্বশির লয়ে।
স্লোগান তুলে বলতে হবে জাতির মুক্তি আসবে বয়ে।
গ্রামে গ্রামে ছড়িয়ে দেবো শত জনবল।
গড়ে তুলবো সমাবেশ নামবে সহস্র মানুষের ঢল।
শহরতলীর সর্বস্থানে রয়েছি আমরাই সকল,
রাজপথের পথিক মোরা আন্দোলনে হবোই সফল।
বুকের পাটা কার আছে রুখবে জনস্রোতের ঢল।
স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতন যে চায় সকল।
বহু অন্যায়-অত্যাচারে দেশ হয়েছে বরবাদ?
বঞ্চিত মৌলিক অধিকার হতে কত যে মতবাদ?
প্রতিবাদ জানালে মুখ ফুটে, ছুঁড়ে ফেলে ফুটপাত।
আইনি সমস্যায় ফেলে দিয়ে তারা করে লুটপাত।
বহু সহেছি আর সইবোনা হইলে হবে মরণ।
তবু করবোনা পশুদের সমীপে পরাধীনতা বরণ।
রাজপথে বুকে গুলিবিদ্ধ হলেও, সমর হবেনা বিরান।
চিৎকার করে প্রতিবাদ জানাবে, আমার রক্তাক্ত পিরান।
রচনাকালঃ ২৫/১০/২৪ইং