কালবেলার বিস্মিত শোভায় দিগন্তের অবসান ।
দিনমণির অন্তিম রেখায় অস্তাচলের সোপান।
অল্প স্বল্প গল্প করে কাটাই গোধূলি বেলা।
নির্ঘুম রজনীর নীরে সুন্দরেরও খেলা।
বিমূঢ় ভাবের গহীন আবেশে ছিন্ন অরণ্যে পলায়ন।
ভীতসন্ত্রস্ত ললাটের ভাঁজে তিমির ভয়ে রোদন।
যামিনীর আবাহনে জেগে উঠে সব মূর্তিমানের দল।
চরাচর মাঝে ঘুরে ফিরে ব্যাপিত অশরীরী সকল।
রাতের প্রহরে স্বীয় সার্মথ্যের করে অশুভ সূচনা।
প্রেতযোনি জাত আপন সাধনে রত মনুষ্যের মন্দ যাচনা।
কালবেলার কুলগ্নের ক্ষণে গা ঝাঁকুনির স্বর।
পল পলে দমকা হাওয়ার ঝাপটা দুর্মর।
ঝাপসা কায়ার বিচরণের ধ্বনি ইতস্ততের লেশ।
গোমট বাধা রজনীপ্রাতে ভয়াল ছদ্মবেশ।
নিশিতো আকাশের মাঝে চাঁদের নেই তো সাজ।
দিশেহারা সরণির তলে রজনী করছে গ্রাস।
রচনাকালঃ ১৫/১২/২৪ইং