চোখের তারায় গুপ্ত কথা
লুকালে অভিমানী।
যতই আড়াল করো মোর হতে
পারবেনা জানি।
গহিন আবেশে তোমায় ভাবি
যবে চলি প্রণয় সরণি মাঝে।
শীতল তনু উষ্ণ করো স্পর্শে
প্রণয় জড়ানো সাঁঝে।
তুমি প্রিয়ে বুঝনাতো
মনটা কত যে আপণ?
অন্দরে আছো, গহিন অন্দরে
এটা তো হৃদয়ের বন্ধন।
ভাবনার আকাশে তোমার ছবি
আঁকি সর্বদা ।
হৃদয় শ্রাবণে শীতল পবনে
প্রেমের মালা গাঁথি সদা।
যতই কর আমাকে
তোমা হতে দূর ভুবন।
আমি তোমায় করেছি বরণ
তাইতো তুমি, হরেছ এই মন।
রচনাকাল: ১১/০১/২০ইং
রাত: ১০:৪১ মিনিট