অলীক স্বপ্ন হেরেছি যবে,
মন্দ ভাবনা মুখে।
বিষন্নতার প্রতিবিম্ব শঙ্কা,
মলিনতা মেখে।
অলক কবরী মেলে চলে,
সে উন্মনা হৃদয়ে।
আলতা রাঙা বদন-কায়া,
লাজুক আঁখি-ভয়ে।
শরমে গো বসে সরোবরে,
কর্তন নখ-দন্তে।
ওষ্ঠ কোণে মুচকি হাসি
ভাবনার সীমান্তে।
প্রিয়ভাষিনী গোপনে নিয়েছি পিছু,
সমীপে এসো মৃগনয়না।
অশ্রুসিক্ত রিক্ত উদ্যানে,
মুছ কেন চোখের অঞ্জনা?
পলকে বিকশিত কমলের পিছু,
মিশে মুখ লুকালে।
পল্লবের সহিত চুপি চুপি হেথা
দুঃখ সুধালে।
তব ব্যথার অনুভূতিতে যদি
ভাসে মম আঁখি!
ধন্য যেন সার্থক প্রেম
পূর্ণতা মনে মাখি।
রচনাকালঃ ০২/০১/২৪ইং