জরাজীর্ণ দেহ মম লুটানো মৃত্তিকায়।
ভীষণ পীড়ার দহন, অন্তরের অন্তঃকায়ায় !

অক্ষিতটে সলিলধারা ভরে আসে অজান্তে !
গুপ্ত ব্যথা লুকানো,  হৃদয়ের একপ্রান্তে।

আকুতি জানাই ওরে, কে এসে দেবে গো সাড়া ?
বিকশিত নয়ন কোণের অশ্রু যেন ভরা !

বেঁধে রাখবে আপণ ভুবন করে।
আকর্ষণে নিজ বলয়ের রজ্জু ধরে।

দূর হতে ডেকে বলি, আয় স্বজনেরা আয়।
মৃতপ্রায় আজি আমি, ভীষণ যন্ত্রণায় !

শোষণ করছে জরা-ব্যাধি কায়ার আস্তানায়।
রুগ্ন ক্লান্ত অবোধ ইন্দ্রিয় সকল চিত্তের উন্মাদনায়।

শীর্ণ বলে অগ্রাহ্য, মূল্য নাই কোথাও।
হে বিধি, এনে মোরে কোন দুয়ারে লুটাও।

কেঁদে ভাসি ব্যথা লয়ে অন্তর সলিলে !
অচল দেহের ভগ্ন হৃদয়ের বাক্য কেউনা শুনিলে।

শোকে বলি ওরে বাছা, সমীপে আয় শয্যা পানে !
ধরণী ছেড়ে যাবার কালে, স্বজনদের হেরিবো একমনে।

কাতর নয়নের লুকানো অশ্রু দেখবেনা সকলে !
শেষ নিঃশ্বাস ফেলে চলেছি দূরে, প্রয়াণেরও কালে।











--------------------
তারিখঃ ১৫/০৬/২১ইং
রাত: ০৮.৪৫ মিনিট