আমি প্রেম শূণ্য ছিলাম বহুকাল ধরে,
শুধু করেছি তোমার অপেক্ষা।
তব দর্শনে হয়েছি পাগল পারা,
দাও নাগো প্রণয় ভিক্ষা।
মম তরে তব প্রণয় চাহনি
গোপনীয় কথা বলে।
নিজেকে রেখোনা আর লুকায়ে
সুপ্তের বেড়াজালে।
জানি, তব না বুঝার বাহানায়
মোরে ভ্রমিত করিতে চাও।
আর কতকাল নিজেকে সরিয়ে রাখবে,
সেটা না হয় বলে যাও?
মম তরে যবে, এতই আকুলিবিকুলি
হৃদয় গগনে সাজাও।
আমায় একটু সময় দিলে বউ বানাতাম,
প্রিয়ে এইটুকু শুনে নাও।
প্রথম আবেগের প্রথম প্রেয়সী
প্রেম দিলেনা হৃদয়ে!
তোমার মনকে জিজ্ঞেস করো
উত্তর আছে ছড়িয়ে।