প্রকৃতির অতল গর্ভে হারিয়েছি আমার মন।
শূন্যতা লয়ে যাপিত রজনীতে, তোমায় দেখি স্বপন।
অঙ্কুরিত পুষ্পমাল্য যবে তোমার চরণ কমলে।
বিকশিত নেত্রজলে দেবো প্রেমে ভুলায়ে।
অক্ষিতটে তোমায় হেরিয়া, কাঁদি দিবা-নিশি।
ওহে আমার প্রানসখা তোমাতে যবে মিশি।
গুপ্তবাসরে তোমায় যবে করলে আড়াল।
নিশাচর মম হৃদয় করিলে, ওহে তমাল।
নির্ঘুম রজনীর অন্ধ কূপের আলোক রেখা তুমি।
শাণিত চোখের প্রগাঢ় প্রণয়ে,তব গর্জনও শুনি।
বাতায়নের মিষ্টি গন্ধে মনে কামনা ছড়ালে।
প্রকৃতি মাতার অপার ভান্ডারে প্রীত করালে।
সবুজ প্রান্তর ডাকিছে কাছে মেলে দুহাত।
স্নিগ্ধ প্রভার একরাশ আলোক স্পর্শে, আজ মন উন্মাদ।
ছিন্ন করে হৃদয়,এসে দ্বারে হাসে কুটিকুটি করে।
আত্মবিহলিত প্রকৃতি প্রেমে, সাজে বর্ষা ভরে।
অঙ্গক্রান্তি সাজায়ে মোরে ভুলালে আপন ভুবন।
নিঃস্ব আমি, শূন্যতা সরালে, প্রকৃতি মোরে করেছে আপন!