হে প্রিয়তা শুনছো কি তুমি, ভালো আছো তো?
তোমাকে দেখিনা অনেকদিন হলো-
তোমার ঐ লাজুক রাঙ্গা
সৌম্যমূর্তির সেই মিষ্টি হাসি
বারংবার দেখতে চায় এই পরান।
কি হলো নিশ্চুপ কেন তুমি?
কি বলবে ভেবে পাচ্ছো না বুঝি?
না হয় ইচ্ছার বিরুদ্ধেই কিছু বলো।
তবু চুপটি করে থেকোনা।
প্রিয়তা জানো, এই মন তোমার আশায়
আজো দেখে মধুর স্বপন!
বহুদিন হয় তুমি নেই, চলে গেছো
পরানের বাঁধন ছিন্ন করে!
তবু কেন যেন মনে হয় তুমি আছো?
আমায় হাত বাড়িয়ে ডাকছো।
বলছো, কিগো দূর করে আর কতদিন রাখবে?
প্রিয়তা, তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো?
কেন করলে এমন রূঢ়তা!
বিষাদ লয়ে আঁখির কোণে,
কেন করলে মোর সনে বাস?
অকপটে যবে তোমায় সব দিয়েছি,
তবু কেন সন্দিগ্ধ তব মন।
অপার ভালোবাসায় গোপনে ঢেকে রেখেছি।
প্রিয়তা তোমার দেয়া অঙ্কিত বঞ্চনা!
রচনাকাল: ১১/০৭/২১ইং
বিকাল: ০৪.০৫ মিনিট