প্রিয়ে, প্রেম মানে কী?
ভালোলাগার গভীর আবেশ নাকি মোহ-মায়া,
যাকে মনের অস্তিত্ব করে পথচলা সুদূর ঠিকানায়।
মনের বাতায়নে শীতল পবনে উঁকি দেয়
কাঙ্ক্ষিত কায়ামূর্তির ছবি।
প্রিয়ে, প্রেম মানে কী?
আবেগের তাড়নায় ধাবিত মন প্রেম রমনীর তরে।
নাকি ভরা যৌবণের পূর্ণ স্রোতে গা ভাসিয়ে দেয়া
লালসায় ভরা কামনার ধারা।
প্রিয়ে, প্রেম মানে কী?
হৃদয়ের অনুভূতিকে সঙ্গ দিয়ে অপেক্ষায় প্রিয়জন,
সিক্ত অঞ্জনে বসে নিভৃতে সজন বিরহে রোদন।
নাকি কুঞ্চিত বরণে অবুঝ বালিকার মনের প্রণয়,
অন্ধ বাসনায় ভীত সন্ত্রস্ত সম্ভ্রম।
প্রিয়ে, প্রেম মানে কী?
ফেলে আসা স্মৃতিরপটে মায়ামুখীর দুটি আঁখি,
নাকি মনঃস্থলে বন্ধন ছিন্নের ভয়ে ভীষণ পরিতাপ।
অভিশপ্ত হয়ে করাল বদনে জীবনকে করছে ভক্ষণ
আর মনকে দিয়েছে সন্তর্পণ !
রচনাকালঃ ২৪/১০/২৪ইং