ধারণ করেছি যবে স্নেহের আশীষ!
গহীন আবেশে লুটিয়ে লয়েছি অমৃত সমীত।
পিতা-মাতাকে ভুবন বিধাতা গড়েছে যতনে।
তাদের ঋণ না পারিবাে সুধাতে জীবনে।
মম হৃদয় মাতে-হর্ষিত ক্ষণেক্ষণে!
দুহে যেন একই পরান প্রীতির বাঁধনে।
হে মোর পিতা-মাতা, তোমাতে যাচি হৃদয় মন্দিরে!
পুষ্পমালা লয়ে সাজিয়ে, ডোরে বেঁধেছি দুহেরে।
মম মস্তক অবনত তব শ্রীচরণে।
অঙ্কুরিত প্রেমের মালা জপি ক্ষণেক্ষণে।
বিধাতা দিয়েছে মোরে অমূল্য রতন।
কৃতঘ্ন প্রভু তব সমীপে, তাদের করিবাে যতন!